স্বাস্থ্য ক্ষেত্রে সরকার ও জনসাধারণের মিলিত কর্মপ্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত রোগী কল্যাণ সমিতি, চাঁদপুর। মূলত স্থানীয় দানশীল ও সমাজহিতৈষী ব্যক্তিরাই এই সংগঠনের সদস্য।
“রোগী কল্যাণ সমিতি, চাঁদপুর” সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত হাসপাতাল সমাজসেবা কার্যক্রম এর মুল চালিকাশক্তি। হাসপাতালে আগত ও চিকিৎসারত রোগীদের চিকিৎসা সেবা প্রাপ্তিতে যথাসম্ভব সকল প্রতিবন্ধকতা দুর করে চিকিৎসা সেবাকে পরিপূর্ণ ও কার্যকর করা হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মূল কাজ। এ কার্যক্রমের মাধ্যমে গরিব, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা গ্রহণে সহযোগিতা, রোগীর মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসককে রোগীর রোগ ও রোগের কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান এবং চিকিৎসা শেষে রোগীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত বার্ষিক এককালীন অনুদান, দানশীল বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সংস্থা্ বা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যাকাত অনুদানের মাধ্যমেই মূলতঃ এ বাস্তবায়ন করা হয়ে থাকে।
সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা “রোগী কল্যাণ সমিতি” হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন এবং প্রাপ্ত অনুদান ব্যবস্থাপনা করে থাকে। সমাজসেবা অধিদফতরের আওতাধীন হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা পদাধিকারবলে রোগী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেনারেল হাসপাতালের পরিচালক এ সমিতির সভাপতি হিসেবে সমিতিটি পরিচালনা করে থাকেন।
সমিতির কার্যক্রম বাস্তবায়নে কার্যকরী পরিষদ, সাধারণ পরিষদ ও উপদেষ্টা পরিষদ নামে তিনটি পরিষদ রয়েছে।
এ কার্যক্রমের শুরু থেকে জুলাই ২০২১ পর্যন্ত হাসপাতালে আগত গরীব, অসহায় ও দুস্থ রোগীদের রোগীকল্যাণ সমিতির মাধ্যমে ঔষধ, রক্ত, বস্ত্র, ক্রাচ, হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ প্রদানের মাধ্যমে উপকৃত এবং আর্থিক, সামাজিক ও অন্যান্যভাবে উপকৃত রোগীর সংখ্যা ৩৬,২৭৬ জন। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ২১৬ নম্বর কক্ষে অবস্থিত হাসপাতাল সমাজসেবা কার্যালয় প্রতিমাসে গড়ে ১০০-১৫০ রোগীকে আর্থিক এবং ২০০-২৫০ রোগীকে মনো সামাজিক সেবা প্রদান করে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস