Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রোগীকল্যাণ সমিতি, চাঁদপুর

সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে সম্পৃক্ত করার লক্ষ্যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে জোরদারকরণের জন্য প্রতিটি হাসপাতালে আইন অনুযায়ী নিবন্ধিত রোগীকল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যমান রয়েছে। এ সংগঠন ১৯৬১ সনের ৪৬ নং ‘স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অর্ডিন্যান্স’ এর আওতায় নিবন্ধিকৃত। সংগঠনটি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট সমাজকর্মী, দানশীল ও বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত। নিবন্ধিত সমিতিগুলো মূলত হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে সার্বিক সহায়তা প্রদানসহ রোগীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রোগীকল্যাণ সমিতির তহবিল সংগ্রহ ও সেবার মান উন্নয়নের জন্য পরামর্শ প্রদান করে থাকে।  চাঁদপুর জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি ১৯৯২ সালের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৩ সালে নিবন্ধন লাভ করে, এর নিবন্ধন নং- চাঁদ-২০৭/ ৯২। প্রতিষ্ঠার পর হতে এ সমিতি এ পর্যন্ত এক লক্ষাধিক রোগীকে বিভিন্নভাবে সহায়তা করেছে। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগত ও চিকিৎসারত রোগীদের চিকিৎসা সেবা প্রাপ্তিতে যথাসম্ভব সকল প্রতিবন্ধকতা দুর করে চিকিৎসা সেবাকে পরিপূর্ণ ও কার্যকর করা হাসপাতাল সমাজসেবার মূল লক্ষ্য। আর এ লক্ষ্য অর্জনে সহায়তা করে যাচ্ছে রোগীকল্যাণ সমিতি, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চাঁদপুর।   

 

স্বাস্থ্য ক্ষেত্রে সরকার ও জনসাধারণের মিলিত কর্মপ্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত রোগী কল্যাণ সমিতি, চাঁদপুর। মূলত স্থানীয় দানশীল ও সমাজহিতৈষী ব্যক্তিরাই এই সংগঠনের সদস্য।

 

“রোগী কল্যাণ সমিতি, চাঁদপুর” সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত হাসপাতাল সমাজসেবা কার্যক্রম এর মুল চালিকাশক্তি। হাসপাতালে আগত ও চিকিৎসারত রোগীদের চিকিৎসা সেবা প্রাপ্তিতে যথাসম্ভব সকল প্রতিবন্ধকতা দুর করে চিকিৎসা সেবাকে পরিপূর্ণ ও কার্যকর করা হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মূল কাজ। এ কার্যক্রমের মাধ্যমে গরিব, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা গ্রহণে সহযোগিতা, রোগীর মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসককে রোগীর রোগ ও রোগের কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান এবং চিকিৎসা শেষে রোগীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত বার্ষিক এককালীন অনুদান, দানশীল বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সংস্থা্ বা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যাকাত অনুদানের মাধ্যমেই মূলতঃ এ বাস্তবায়ন করা হয়ে থাকে।

 

সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা “রোগী কল্যাণ সমিতি” হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন এবং প্রাপ্ত অনুদান ব্যবস্থাপনা করে থাকে। সমাজসেবা অধিদফতরের আওতাধীন হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা পদাধিকারবলে রোগী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেনারেল হাসপাতালের পরিচালক এ সমিতির সভাপতি হিসেবে সমিতিটি পরিচালনা করে থাকেন।

 

সমিতির কার্যক্রম বাস্তবায়নে কার্যকরী পরিষদ, সাধারণ পরিষদ ও উপদেষ্টা পরিষদ নামে তিনটি পরিষদ রয়েছে।

 

এ কার্যক্রমের শুরু থেকে জুলাই ২০২১ পর্যন্ত হাসপাতালে আগত গরীব, অসহায় ও দুস্থ রোগীদের রোগীকল্যাণ সমিতির মাধ্যমে ঔষধ, রক্ত, বস্ত্র, ক্রাচ, হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ প্রদানের মাধ্যমে উপকৃত এবং আর্থিক, সামাজিক ও অন্যান্যভাবে উপকৃত রোগীর সংখ্যা ৩৬,২৭৬ জন। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ২১৬ নম্বর কক্ষে অবস্থিত হাসপাতাল সমাজসেবা কার্যালয় প্রতিমাসে গড়ে ১০০-১৫০ রোগীকে আর্থিক এবং ২০০-২৫০ রোগীকে মনো সামাজিক সেবা প্রদান করে যাচ্ছে।